শুধু মাত্র প্রথম পর্বের ছাত্র ছাত্রীদের জন্য
ONLY FOR 1st SEMESTER STUDENTS
১। যেখানে বাংলা লেখার জন্য বলা আছে শুধু বাংলায় লেখতে হবে এবং অন্য সব জায়গায় ইংরেজীতে লেখতে হবে।
২। উপবৃত্তির আবেদন ফরম সঠিক ভাবে পুরণ করতে হবে এবং সকল বক্স পুরণ করতে হবে এবং বক্স খালি রাখলে ফরম “Submit” হবে না।
আবেদন করার সময় খুব সাবধানে লিখবেন | বিকাশ বা নগদ একাউন্ট বেবহার করলে অব্যশই একাউন্ট একটিভ হতে হবে |
নিজের নাম (মার্কশীট দেখে দিবেন) , বাবার নাম , মা এর নাম ও NID নম্বর খুবই ভালো ভাবে দেখে সাবমিট করবেন | নামএ ভুল করলে কতৃপক্ষ কোনো ভাবেই নেয় নিবে না
উপবৃত্তির জন্য আবেদন করতে, নিচের লিংক এ লিংক এ ক্লিক করুন |
উপবৃত্তি এর নিচের শর্ত
১. ৮০% এর উপরে উপস্থিতি
২. কোনো বিষয়ে রেফারড থাকা যাবে না
৩. পূর্বের সেমিস্টার ফি ক্লিয়ার রাখতে হবে
উপরের শর্তগুলো পূরণ না করলে উপবৃত্তি না পেতে পারে। এজন্য এসআরএ কোনো ভাবেই দায়ী থাকবে না।
Deadline: 26 APRIL 2023