SRA Institute of Science and Technology

২০২৪-২৫ সেশনে ভর্তি চলছে

আমাদের বর্তমান প্রযুক্তিসমূহ

বিস্তারিত জানতে প্রযুক্তিতে ক্লিক করুন

টেকনোলজির বিষয়:

সিভিল ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিবিদ্যার এমন একটি শাখা যার চাহিদা বিশ্বজুড়ে ব্যাপক এবং তা কখনোই কমবে না ,কারণ সরকারি ও বেসরকারি ক্ষেত্রে বিভিন্ন কাঠামো যেমন রাস্তা, ব্রিজ, বিল্ডিং, রেললাইন , ড্যাম, এয়ারপোর্ট ,বন্দরসহ বিভিন্ন কাঠামোর পরিকল্পনা, নকশা, ডিজাইন, নির্মাণ, সুপারভিশনসহ সকল প্রকার কাজ করে থাকে সিভিল ইঞ্জিনিয়ারগণ।

কর্মক্ষেত্র সমূহ:

PWD, RHD, LGED, BR, BWDB, DSCC, DNCC, HED, EED, BPDB, WASA, BADC, HBFC, BITAC, BCIC, TSC, রাজউক, সেচ অধিদপ্তর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, সার্ভে অব বাংলাদেশ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ , সরকারি পলিটেকনিক সমূহ ইত্যাদি।

টেকনোলজির বিষয়:

বিদ্যুৎ মানুষের দৈনন্দিন জীবন যাপনের সাথে সম্পৃক্ত । কোন দেশ কত উন্নত তা নির্ভর করে , সেই দেশের মানুষ কত বেশী বিদ্যুৎব্যবহার করে । বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে সঞ্চালন , বিতরণ ও ব্যবহার ইত্যাদি সকল ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিসিম , তা ছাড়া সকল প্রকার ইপিজেট ​​, ছোট বড় কলকারখানা ও গার্মেন্টস ফ্যাক্টরি , ক্যাবলস ও ট্রান্সফরমার ইত্যাদি আরো অনেক ক্ষেত্রে কর্মসংস্থান এর সুযোগ আছে ।

কর্মক্ষেত্র সমূহ:

পিডিবি, আরইবি, ডিপিডিসি, নেসকো, ডেসকো, রুপপুর পাওয়ার প্লান্ট, ইপিজেড, পিজিসিবি, গার্মেন্টস, প্রকৌশল অধিদপ্তর, ট্রান্সফরমার ও ক্যাবলস কোম্পানি, এছাড়া দেশে বিদেশে বিভিন্ন কোম্পানিতে চাকরির সুযোগ আছে ।

টেকনোলজির বিষয়:

কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি আজকের বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি। এটি আমাদের জীবনের প্রায় প্রতিটি দিককে স্পর্শ করে। বিশেষ করে, তথ্য ও যোগাযোগ এর ক্ষেত্রে কম্পিউটার বিজ্ঞানের অবদান অপরিসীম।

কর্মক্ষেত্র সমূহ:

কম্পিউটার প্রোগ্রামার, কম্পিউটার সিস্টেম অ্যানালিস্ট,, ডেটা সাইন্স অ্যানালিস্ট, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, কম্পিউটার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার

 

টেকনোলজির বিষয়:

বর্তমানে শিল্পায়নের এই যুগে সব থেকে বেশি সম্ভাবনাময়ী পেশা হিসাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কে ধরা হয়।মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে চাকুরীর বিভিন্ন সেক্টরে বিভিন্ন সুযোগ সুবিধা বেশি পাওয়া যায়। প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবিত যন্ত্র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বেশিরভাগ কাজ সম্পন্ন হয়ে থাকে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ে দেশে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সুবিধা বেশি পাওয়া যায়।

কর্মক্ষেত্র সমূহ:

দেশের বৃহত্তম সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: Roads and Highway Department (R & HD), Public Work Department (PWD), LGED, BADC,TTC,TSC,Government Polytechnic, ইত্যাদিতে Sub Assistant Engineer পদে চাকরির সুযোগ রয়েছে। দেশের বৃহত্তম অন্যান্য সরকারি নিয়ন্ত্রণাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেমন- পরমাণু শক্তি কমিশন, Water Development Board (WDB), Power Development Board (PDB), DESCO, BRTC, PGCB, WASA, বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ পাট উন্নয়ন বোর্ড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও বিভিন্ন গ্যাস ফিল্ড ইত্যাদিতে Sub Assistant Engineer পদে চাকরির সুযোগ রয়েছে।

টেকনোলজির বিষয়:

বাংলাদেশে চাকরির বাজারে বর্তমানে যে কয়টি বিষয়ের গ্রাজুয়েটদের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং । টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ের শিক্ষাথীদের জন্য বাংলাদেশে রয়েছে চাকরির বড় বাজার । সরকারের বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে স্থাপিত দেশী বিদেশী টেক্সটাইল মিল , বিভিন্ন বায়িং হাউস, বুটিক হাউস, ফ্যাশন হাউস, গার্মেন্টস ও টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বিভিন্ন পজিশনে কাজের সুযোগ রয়েছে। আর যারা বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি ব্র্যান্ড হিসেবে পরিচিত করেছেন তারা এই দেশেরই টেক্সটাইল ইঞ্জিনিয়াররা।

বিভিন্ন সরকারি টেক্সটাইল ইন্ডাস্ট্রি, বেসরকারি পর্যায়ে স্হাপিত দেশি বিদেশি টেক্সটাইল ইন্ডাস্ট্রি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, তুলা উন্নয়ন বোর্ড, রেশম উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউট, বিভিন্ন বায়িং হাউস, ফ্যাশন হাউস, লেদার ও ফুটওয়্যার ইন্ডাস্ট্রি, বিভিন্ন সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও
ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স ফি:-

ভর্তি ফি ৭,০০০ টাকা ও ফর্ম ফি ১,৫০০ টাকা (এককালীন)

  • ১ম সেমিস্টার ও রেজিস্ট্রেশন ফি = ৮,০০০ টাকা
  • ২য় থেকে ৮ম সেমিস্টার ফি= ১১,০০০ X ৭ = ৭৭,০০০ টাকা
  • মোট ৪ বছরে কোর্স ফি = ৮৫,০০০ টাকা

ভর্তি ফিতে ছাড় পেতে, আপনি SRAIST বিভাগীয় প্রধান, শিক্ষক বা কর্মচারীদের সাথে কথা বলতে পারেন

বর্তমান ছাড় এর ব্যবস্থ:-

 ৪ বছরে সরকারি উপবৃত্তি ৩২,০০০ টাকা এবং প্রতিষ্ঠান কর্তৃক ১২,০০০ টাকা উপবৃত্তি  (শর্ত প্রযোজ্য)
  •  Tier 1 (Civil, Electrical) এ ভর্তি হলে পাবে ৩০% ছাড় ( ২য় সেমিস্টার থেকে ৮ম সেমিস্টার এর উপর)
  • Tier 2 (Computer, Mechanical, Textile -Wet Processing) এ ভর্তি হলে পাবে ৪০% ছাড় ( ২য় সেমিস্টার থেকে ৮ম সেমিস্টার এর উপর)
  • এসএসসি তে জিপিএ ৫.০০ (গোল্ডেন) থাকলে ১০০% ছাড়
  • এসএসসি তে জিপিএ ৫.০০ থাকলে ৫০% ছাড়
  • মুক্তিযােদ্ধার সন্তান/ পোষ্য,  প্রতিবন্ধি, উপজাতি জন্য ৫০% ছাড়

একনজরে আমাদের প্রতিষ্ঠান

ভর্তির জন্য, অনুগ্রহ করে যোগাযোগ করুন


এস আর এ ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি
মাতাসাগর, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পাশে , (চিরিরবন্দর রোড), সদর, দিনাজপুর।


Mobile: Mobile: 01810196561, 01810196562


কোন প্রশ্ন থাকলে, ক্লিক করুন।
WHATSAPP LIVE CHAT
Email : help@sraist.com
Website: www.sraist.com