উপবৃত্তি এর আবেদন করার পদ্ধতি সহজ করতে SRAIST অনলাইন এপ্লিকেশন পোর্টাল বেবহার করুন |
আবেদনের শেষ তারিখঃ ১২ নভেম্বর ২০২৫
সতর্কীকরণ: ১. বাবা মা এর মোবাইল নম্বর প্রয়োজনীয়।অবশ্যই পূরণ করবেন । ২. যদি বাবা/মা মৃত হন, তবুও তাদের নাম পূরণ করবেন। এসএসসি মার্কশিট এ নাম লিখা আছে । ৩. স্কুল এর নাম অবশ্যই এসএসসি মার্কশিট দেখে লিখবেন । ৪. তথ্য লিখার আগে দেখবেন যে বাংলায় লিখতে বলা হয়েছে নাকি ইংরেজিতে।যদি লিখা না থাকে,আপনি ইংরেজিতে লিখবেন । ৫. আপনি যেই নম্বর এ টাকা নিবেন, ওই নম্বর এ যদি অন্য কারো উপবৃত্তি টাকা আসে ( যেমন ভাই/বোন এর প্রাইমারি উপবৃত্তি), তাহলে ওই নম্বর এ আপনার ডিপ্লোমা উপবৃত্তির টাকা নাও ঢুকতে পারে। চেষ্টা করবেন এমন কোনো নম্বর ব্যবহার করতে যাতে অন্য কারো উপবৃত্তি না আসে। ৬. যার NID দিয়ে সিম, তার NID যেন বিকাশ/নগদ/রকেট/ ব্যাংক অ্যাকাউন্ট খোলা থাকে।
১. যার NID দিয়ে সিম, তার NID যেন বিকাশ/নগদ/রকেট খোলা থাকে।
২. বিকাশ/নগদ/রকেট অবশ্যই ১০০% সচল থাকতে হবে প্রয়োজনে ওই নম্বর এ আপনি ক্যাশ ইন এবং ক্যাশ আউট করে দেখে নিতে পারেন যে অ্যাকাউন্ট ঠিক ভাবে খোলা হয়েছে কি না।
৩. কোনোকারণে যেসময় টাকা যাবে, ওই সময় যদি মোবাইল বন্ধ থাকে, টাকা নাও ঢুকতে পারে।
নগদ বিকাশ রকেট অ্যাকাউন্ট অবশ্যই KYC এর মাধ্যমে যাচাই করতে হবে
এগুলির কোনটা না মানার কারণে উপবৃত্তি না পেলে, প্রতিষ্ঠান দায়ী থাকবে না।