
Head of Department- Mechanical
ইঞ্জিনিয়ার আরাফাত
চীফ ইনস্ট্রাক্টর
মেকানিক্যাল বিভাগ
এস আর এ পলিটেকনিক
মাতাসাগর, দিনাজপুর।
01712657347, 01783313571.



মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
প্রকৌশল জগতের মানুষেরা এই বিষয়কে ‘মাদার অব ইঞ্জিনিয়ারিং’ও বলেন। আমাদের চারপাশের প্রতিটা জিনিস; যা নড়ছে, ভাঙছে—এর সবই যন্ত্রকৌশলের অন্তর্ভুক্ত। যারা তার চারপাশের জিনিসগুলো সম্পর্কে ভাবে, গাড়ি কীভাবে চলে, রকেট কীভাবে মহাকাশের অনন্ত পথে উড়ে যায়, প্লেন কেন ল্যান্ড করার সময় ব্রেক করে না…এসব থেকে শুরু করে আমাদের ঘরের ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিন কীভাবে কাজ করে কিংবা লিফট কীভাবে ওপরে ওঠে—যাদের মনে এসব নিয়ে প্রশ্ন জাগে, তারাই পড়বে যন্ত্রকৌশল৷
কেন পড়বেন ?
- প্রকৌশলের মধ্যে অন্যতম পুরোনো শাখা যন্ত্রকৌশল। এতদিন চলে যাওয়ার পরও যন্ত্রকৌশলীরা স্বমহিমায় প্রকৌশল জগতে অবদান রেখে যাচ্ছেন তাঁদের নিজেদের মতো করে। ভবিষ্যৎ বিশ্বে শক্তির সংকট মোকাবিলায়ও অন্যতম ভূমিকা রাখবেন যন্ত্রকৌশলীরা। এককথায় বলতে গেলে,যন্ত্রকৌশলের ভবিষ্যতের কথা আলাদা করে বলার প্রয়োজন নেই। যত দিন সভ্যতা থাকছে, যন্ত্রকৌশলীদের প্রয়োজন থাকবেই।
- চার বছরে ডিপ্লোমা ডিগ্রী শেষ করে খুব দ্রুত চাকুরি পাওয়ার সম্ভাবনা থাকে।
- যুগে যুগে ইন্ডাস্ট্রির সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে যেখানে ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের চাকুরী সুযোগ অনেক বেশি।
- ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য সরকারী চাকুরীর ক্ষেত্রে অনেক সার্কুলার রয়েছে।
- দেশের বাহিরে চাকুরী করার অনেক সুযোগ রয়েছে।
- সেশনজটের কোন সম্ভাবনা নেই।
- ডিপ্লোমা পাশ করার পর B.Sc ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ ছাড়াও ২ বছরের A.M.I.E তে পরে IEB মেম্বারশিপ অর্জন করার সুযোগ রয়েছে।
- জেনারেল শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষা বেশ জনপ্রিয় এবং মর্যাদাপূর্ণ।
- ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করার পর মর্যাদাপূর্ণ চাকুরী অথবা পছন্দমত ব্যবসা গ্রহণের সুযোগ রয়েছে।
জব স্কোপ?
যন্ত্রকৌশল সম্পর্কে অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে, এই বিষয়ে পড়ালেখা করে দেশে ক্যারিয়ার গড়ার সুযোগ নেই৷ কথাটা অনেকাংশেই ভুল। দেশের বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে প্রতিনিয়ত যন্ত্রকৌশলী দরকার হচ্ছে। বাংলাদেশে গড়ে উঠছে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, আর যেকোনো শিল্পপ্রতিষ্ঠানের জন্যই যন্ত্রকৌশলীরা আবশ্যক। এমনকি দেশের বাইরে বিভিন্ন অটোমোবাইল প্রতিষ্ঠানে, ইনটেল থেকে শুরু করে আরও অনেক বহুজাতিক, আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানেও বাংলাদেশের অনেক যন্ত্রকৌশলী নিজের যোগ্যতায় গুরুত্বপূর্ণ পদে আছেন। এ ছাড়া আমাদের দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী ইউরোপ–আমেরিকায় অহরহ যাচ্ছেন উচ্চতর পড়ালেখা ও গবেষণার কাজে।
কোর্স ফি?
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ২০২০-২০২১ সেশনে কোর্স ফি
ভর্তি ফি – ৮০০০x১ – ৮০০০/-
১ম সেমিস্টার ফি – ৭০০০x১ সেমিস্টার – ৭০০০
২য় – ৭ম সেমিস্টার ফি – ১১০০০x৬ সেমিস্টার – ৬৬০০০/-
৮ম সেমিস্টার ফি – ৪৫০০x১ সেমিস্টার – ৪৫০০/-
মােট = ৮৫,৫০০/-
APPLY ONLINE NOW
অনলাইনে আবেদন করলে ভর্তি ফিতে ৩০০০ টাকা ছাড়
বিভাগীয় নোটিশ বোর্ড
ফাইলের নাম | ডাউনলোড লিংক |
---|---|
Diploma in Engineering Mechanical Technology (670) Syllabus Course Structure | DOWNLOAD LINK |